Aassalamu alikum how are you I hope you are all well. All the praise to Allah subhanahu oatala.I am Abu Saeid Studying MS in Food Processing and Preservation in Hajee Muhammad Danesh Science and Technology University, Dinajpur. Stay in Zia hall room no#226# 1st floor in HSTU campus, Basher hat, Dinajpur.

POSTS\\\\

Friday, March 15, 2013

মার্কিনিদের সবচেয়ে পছন্দ ও অপছন্দের রাষ্ট্রসমূহ



মার্কিনিদের সবচেয়ে পছন্দ অপছন্দের রাষ্ট্রসমূহ
শুক্রবার, ০৮ মার্চ ২০১৩

মানবজমিন ডেস্ক:  
যুক্তরাষ্ট্রে সম্প্রতি সবচেয়ে পছন্দ সবচেয়ে অপছন্দের রাষ্ট্রের ওপর একটি জনমত জরিপ পরিচালিত হয়। গ্যালাপ জরিপের তথ্যানুযায়ী, সবচেয়ে পছন্দের রাষ্ট্রের তালিকায় রয়েছে কানাডা, গ্রেট বৃটেন, জার্মানি, জাপান ফ্রান্স। ষষ্ঠ অবস্থানে রয়েছে ভারত সপ্তমে যুক্তরাষ্ট্রের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র ইসরাইল। প্রতি ১০ জনে ৬৮ শতাংশ বা প্রায় জন ভারতকে পছন্দ করে। প্রথম ৫টি রাষ্ট্রের পক্ষে ভোট পড়েছে যথাক্রমে ৯১, ৮৮, ৮৫, ৮১ ৭৩ শতাংশ। ইসরাইলকে পছন্দ করেন ৬৬ শতাংশ মার্কিনি। রাশিয়া পছন্দ অপছন্দের তালিকার মাঝামাঝিতে রয়েছে। কারণ যত সংখ্যক মানুষ রাশিয়াকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখেন, ঠিক ততো শতাংশ মানুষই দেশটিকে নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে মূল্যায়ন করেন। অন্যদিকে অপছন্দের রাষ্ট্রতালিকার তৃতীয় স্থানে রয়েছে চীন, পাকিস্তান, ইরান অন্যান্য দেশ। প্রতি ১০ জনে জন মার্কিনি ইরানকে অপছন্দ করেন। অপছন্দের দেশের তালিকায় ইরানই শীর্ষস্থানে রয়েছে। ইরান ছাড়াও অপছন্দের তালিকায় থাকা রাষ্ট্রসমূহ হচ্ছে, লিবিয়া (৭২ শতাংশ), ইরাক (৭৬ শতাংশ), আফগানিস্তান (৮০ শতাংশ), ফিলিস্তিন (৭৭ শতাংশ), সিরিয়া (৭৫ শতাংশ), পাকিস্তান (৮১ শতাংশ) উত্তর কোরিয়া (৮৪ শতাংশ) খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। সবচেয়ে অপছন্দের তালিকায় থাকা রাষ্ট্রগুলোর মধ্যে ৮টিই যুদ্ধবিধ্বস্ত। যুক্তরাষ্ট্রের সেনারা সেখানে অবস্থান করছে বা অতীতে ছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে তিক্ত সম্পর্ক বিরাজ করছে দেশগুলোর

No comments:

Post a Comment

.

.
..
Related Posts Plugin for WordPress, Blogger...

BreaKingNew:

^ Back to Top